সরকারের সাফল্য নিয়ে লামায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং

Published: 07 Feb 2017   Tuesday   

মঙ্গলবার লামায় তথ্য অফিসের উদ্যোগে সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা ও কার্যক্রম অবহিত করে জনগণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে  এক প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়।

 

উপজেলা তথ্য কার্যালয়ে অনুষ্ঠিত  প্রেস ব্রিফিং-এ সরকারের উন্নয়ন সমূহ তুলে ধরেন উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরী। এসময়  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মিলন কান্তি চাকমা, সাংবাদিক প্রিয়দর্শি বড়–য়া, মুহাম্মদ কামালুদ্দিন, এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, মোঃ ফরিদ উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ তৈয়ব আলী, নুরুল করিম আরমান, মোঃ শামছুদ্দোহা, এম. বশিরুল আলম, আবুল কাসেম, বেলাল আহমদ, শাহাব উদ্দিন, বাবু মং মার্মা ও মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

 

লামা সহকারী তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরী বলেন, বর্তমান সরকার সকল সেক্টরে সাফল্য অর্জন করেছে। দেশের মানুষের শতভাগ সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা দিতে পেরেছে আওয়ামীলীগ সরকার। আধুনিক প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রুপান্তর করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে।

 

উল্লেখ্য, সরকারের সকল উন্নয়ন সমূহ তুলে ধরতে ৮ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় এক বিশেষ প্রচারাভিযান অনুষ্ঠিত হবে রুপসীপাড়া উচ্চ বিদ্যালয়ে। প্যাকেজ কার্যক্রমের আওতায় দিনব্যাপী আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত