সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

Published: 04 Feb 2017   Saturday   

দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহাজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে গুলি করে হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শনিবার বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

সমকাল সুহৃদ সমাবেশ ও বান্দরবানের কর্মরত সাংবাদিকদের উদ্যোগে বান্দরবান প্রেস ক্লাবের সামনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা মুখে কালো কাপড় পরে মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সাবেক প্রেস ক্লাবের সভাপতি বাদশা মিঞা, অধ্যাপক ওসমান গণি, জেলা সমকাল প্রতিনিধি উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, এনটিভি`র প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার প্রমুখ।

 

সমাবেশে সিরাজগঞ্জ শাহাজাদপুরের সমকাল প্রতিনিধি শিমুল হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সংবাদ প্রকাশ ও সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে রাজনৈতিক দল ও ব্যক্তিদের হাতে নির্যাতনে শিকার হতে হলে দেশে গণতন্ত্র রক্ষা করা কঠিন হবে বলে মত প্রকাশ করেন।

 

বক্তারা সাংবাদিক শিমুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সাংবাদিক নির্যাতন ও হত্যা এমন জঘন্য ঘটনা সরকারের কাছে বন্ধের দাবি জানান।

 

সমাবেশ বক্তারা ঢাকায় এটিএন এর দুই সাংবাদিককে নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবিও জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত