এসএসসি ও সমমান পরীক্ষায় এবার লামা উপজেলায় ৫টি পরীক্ষা কেন্দ্রে ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১শত ১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। বৃহস্পতিবার পরীক্ষার প্রথম দিনেই শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, লামা সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও লামামুখ উচ্চ বিদ্যালয়ের ১৬৫জন পরীক্ষার্থী, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে লামা সরকারী উচ্চ বিদ্যালয় ও ফাঁসিয়া খালী উচ্চ বিদ্যালয় এবং কোয়ান্টাম কসমো স্কুলের ২৪৭ জন পরীক্ষার্থী, লামা চাম্বি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ফাঁইতং উচ্চ বিদ্যালয়- চাম্বি উচ্চ বিদ্যালয়- ইয়াংচা উচ্চ বিদ্যালয় ও গজালিয়া উচ্চ বিদ্যালয়ের ৪৫৩ জন পরীক্ষার্থী, লামা(দাখিল) ইসলামিয় ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পাঁচ মাদ্রাসা যথাক্রমে- লামা ইসলামিয় ফাজিল মাদ্রাসার(দাখিল) ৫৭ জন- লাইন ঝিরি মোহাঃ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৬১ জন- হায়দারনাশী মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ৩৫জন- তামিরে মিল্লাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০জন ও আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৩৭জন, লামা দাখিল ভোকেশনাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৩৫জন পরীক্ষার্থীসহ মোট ১১১০জন পরীক্ষায় অংশ গ্রহন করেন। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু এস.এস.সি ও সমমান পরীক্ষার নিয়ন্ত্রনকারী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
এস.এস.সি ও সমমান পরীক্ষার হল পরিদর্শন করেন, লামা উপজেলা পরিষদের চয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এস.এস.সি ও সমমান পরীক্ষার নিয়ন্ত্রনকারী কর্মকর্তা খিন ওয়ান নু, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.