মঙ্গলবার রাঙামাটিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে জালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়তুননূর বেগমের সভাপতিত্বে অতিথি ছিলেন সনাক সহ-সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা ও অমলেন্দু হাওলাদার। সমাবেশ সঞ্চালনা করেন টিআইবি’র রাঙামাটি এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম।
মা সমাবেশের সভাপতি সমাপনী বক্তব্যে প্রতিমাসে বিদ্যালয়ে নিয়মিত মা সমাবেশ আয়োজনের মাধ্যমে অভিভাবক ও বিদ্যালয়ের সাথে সেতুবন্ধন তৈরীর অঙ্গীকার করেন।
মা সমাবেশে বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ছাত্রছাত্রীদের মা-দের ভূমিকা নিয়ে আলোচনা হয়। মা সমাবেশে বিদ্যালয়ে ও বাড়িতে ছাত্রছাত্রীরা সঠিকভাবে পড়ালেখা করছে কিনা, বিদ্যালয়টি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এবং নিয়মিত পাঠদান করা হয় কিনা সে বিষয়ে মা-দের সচেতনতার উপর গুরুত্ব দেয়া হয়।
মা সমাবেশে উপস্থিত মা-রা উন্মুক্ত আলোচনায় বলেন বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ পাঠদানে আন্তরিক নয় এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয় না। বিদ্যালয়ে টয়লেট থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা তা ব্যবহার করতে পারে না। উপস্থিত মা-রা আরও বলেন, বিদ্যালয়ে বর্তমানে ৪ জন শিক্ষক রয়েছে কিন্তু শিশু শ্রেণীর জন্য আরও একজন শিক্ষক নিয়োগ করা হলে পড়ালেখার মানের উন্নয়ন হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত মা-দের মতামত ও বিদ্যালয়ের সমস্যাসমূহ উপস্থাপনের জন্য ধন্যবাদ জানান এবং উক্ত সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।
মা সমাবেশে সনাক সহসভাপতি অমলেন্দু হাওলাদার বলেন সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর মাধ্যমে অভিভাবকদের দায়িত্ব শেষ নয় সন্তান সঠিকভাবে পড়াশোনা করছে কিনা এবং শিক্ষকবৃন্দ সঠিকভাবে পাঠদান করছেন কিনা এ বিষয়ে মা-দের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অতিথির বক্তেব্যে সনাক সহসভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন,শিশুদের নৈতিকশিক্ষা ও আচারআচরণ সম্পর্কে মা-দের সচেতন হওয়া এবং মেয়েদের বাল্য বিবাহ না দিয়ে সুষ্ঠু শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য মা-দের প্রতি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.