রাঙামাটিতে ক্রীড়ামোদী শিক্ষার্থীদের অংশগ্রহনে এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

Published: 29 Jan 2017   Sunday   

শনিবার রাঙামাটিতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়ামোদী শিক্ষার্থীদের অংশগ্রহনে দিনব্যাপী এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

ক্রীড়া পরিষদের আওতাধীন রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় রাঙামাটি চিংহ্লামং চৌধুরী মারী স্টেটিডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার উদ্ধোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান। জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু। এ সময় রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ ও জেলা ক্রিড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তারা বলেন, পড়ালেখায় অধিক মনোযোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় প্রতিভা অর্জন করে নিজেকে একজন ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে হবে।

 

অনুষ্ঠিত প্রতিযোগিতায় রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয়, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয়, ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয় ও মোনঘর আবাসিক বিদ্যালয়েল প্রায় শতাধিক ক্রীড়ামোদী ছাত্র-ছাত্রী মোট ২০টি ইভেন্টে খেলায় অংশ নেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত