রাঙামাটি জেনারেল হাসপাতাল ভবনের ফাটল,২০রোগীকে অন্যত্র স্থানান্তর

Published: 29 Jan 2017   Sunday   

রাঙামাটির জেনারেল হাসপাতাল ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়ায় চিকিৎসাধীন ২০ রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ভবন ফাটলের কারণে রোগীদের নিরাপত্তার স্বার্থে অন্যত্র সরানো হয়েছে বলে স্বীকার করেছেন।

 

জানা গেছে, ১৯৮৬ সালের দিকে ৫০ শষ্যা  থেকে ১শ শষ্যায় উন্নীত গেল বুধবার থেকে হাসপাতাল ভবনের বাইরে ও ভেতরের অংশের ফাটল দেখা দেয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও আত্বীয়-স্বজনরা আতংকিত হয়ে পড়েন। পরে গেল শনিবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের নিরাপত্তার কথা ভেবে মহিলা ও শিশু ওয়র্ডে থাকা ৫০ রোগীকে পুরুষ ওয়ার্ডে স্থানান্তর করে। বর্তমানে পুরুষ, মহিলা ও শিশু রোগীদের এই ওয়ার্ডে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

 

এদিকে,রোববার জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সাবরিনা সুলতানার নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা হাসপাতাল ভবন পদির্শন করেছেন। তারা হাসপাতাল ভবনের ফাটলের বিভিন্ন অংশ দেখেন। এসময় জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ বিনোদ শেখর চাকমা,রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মংক্য সিং সাগর,ডাঃ নুপুর কান্তি দে প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও) ডাঃ মংক্য সিং সাগর জানান, গত ২৫ জানুয়ারী হাসপাতাল ভবনের একটি অংশের ফাটল দেখা দেয়। পরে রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদের প্রকৌশলীকে দেখানোর পর তাদের পরামর্শে রোগীদের নিরাপত্তার স্বার্থে মহিলা ও শিশু, সার্জারী ওয়ার্ড থেকে ৫০রোগীকে পুরুষ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

 

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সাবরিনা সুলতানা জানান, জেলা পরিষদের প্রকৌশলীরা হাসপাতাল ভবন ফাটল দেখার পর তাদের পরামর্শে রোগীদের নিরাপত্তার স্বার্থে হাসপাতালের অন্য অংশে স্থানান্তর করা হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যানসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, রোগীদের নিরাপত্তার স্বার্থে ও রোগীরা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য হাসপাতাল ভবনের পাশে একশ শষ্যার একটি  টিন সেটের ঘর নির্মানের করলে ভালো হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত