জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে র‌্যালীর আয়োজন

Published: 29 Jan 2017   Sunday   
no

no

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রোববার থেকে রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

দিবসটির উপলক্ষে  রাঙামাটি পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বর পর্ষন্ত একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

 

এর পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানসহ প্রাধমিক শিক্ষা অফিসের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকরা এ সময় উপস্থিত ছিলেন।

 

এদিকে শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও জেলা প্রাধমিক শিক্ষা অফিস রোববার থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত