একমাত্র এ সরকারই শিক্ষা বান্ধব- কংজরী চৌধুরী

Published: 28 Jan 2017   Saturday   

খাগড়াছড়ি জেলা পরিষদ এর চেয়ারম্যান কংজরী চৌধুরী  বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বছরের প্রথম দিনে কোমলমতি শিশুদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিতে পারছি। বিগত কোন সরকার এ ধরণের নজির দেখাতে পারেনি। একমাত্র  এ সরকারই  শিক্ষা বান্ধব।

 

শনিবার খাগড়াছড়ি জেলাধীন মহালছড়ি উপজেলার মাইসছড়িতে নতুন কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ভিত্তি প্রস্তর উদ্বোধন ও মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও মাইসছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিলোৎপল খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, এড. সুপাল চাকমা, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণাময় চাকমা, সহকারী শিক্ষক সাথোয়াইঅং মারমা, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চাকমা, নুনছড়ি ইউপি চেয়ারম্যান আম্যে মারমা, হেডম্যান স্বদেশ প্রীতি চাকমা। এসময়  স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পরে প্রধান অতিথি প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান মাইসছড়িতে নতুন কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত