শিক্ষার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই-কংজরী চৌধুরী

Published: 27 Jan 2017   Friday   

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী  বলেছেন শিক্ষার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলা সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে সাহায্য করে।

 

শুক্রবার বিকালে মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

অনুষ্ঠানে  সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমং মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,  মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারী, প্রবীণ শিক্ষাবিদ মংসুইপ্রু চৌধুরী, প্রাক্তন শিক্ষক প্রকৃতি রঞ্জন দাশ গুপ্ত, সাবেক সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান থুইলাঅং মারমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কংজরী মারমা।

 

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংষ্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত