রাঙামাটিতে এসএ টিভি’র বর্ষপূতি পালন

Published: 19 Jan 2017   Thursday   

বেসরকারী টেলিভিশন এসএ টিভি’র ৪র্থ বর্ষপূতি উপলক্ষে বৃস্পতিবার র‌্যালীসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

বনরুপাস্থ রেইনবো রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে কেক কেটে বর্ষ পূর্তির উদ্ধোধন করেন। আলোচনা সভায় এসএ টিভি’র রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলায়মান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি বেতারের বার্তা প্রধান জাকির হোসেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেব নাথ, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম নাজিম উদ্দিন, মুজাদ্দেদ-ই আল ফেসানী একাডেমীর শিক্ষক আব্দুল্লাহ আল মামুন সহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় গিয়ে শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি বলেন, স্বল্প সময়ে এসএ টিভি মানুষের মনে স্থান করে নিয়েছে। এসএ টিভি সংবাদ ও অনুষ্ঠানে বিশেষ করে সঙ্গিতানুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্য বিশ্ব দরবাওে তুলে ধরছে। সারাদেশের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে এসএ টিভির সংবাদ পরিবেশনের প্রশংসা কওে চিনু বলেন, এসএ টিভির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও উন্নয়নের খবর তুলে ধরার পাশপাশি এ অঞ্চলে সন্ত্রাস ও অবৈধ অস্ত্রেও বিরুদ্ধে সোচ্চার হবে বলে পার্বত্য চট্টগ্রামের মানুষ এসএ টিভির কাছে প্রত্যাশা করে।

 

তিনি পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে বিশ্বের কাছে তুলে ধরতে বেসরকারী টেলিভিশন এসএ টিভি’র প্রতি আহবান জানান।

 

পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, সাংবাদিকতার উন্নয়নের মাধ্যমে দেশের গণতন্ত্র শক্তিশালী হয়। সাংবাদিকরা পাওে সমাজ পরিবর্তন করতে। দেশের উন্নয়নে সাংবাদিকদেও ভূমিকা অপরিসীম। তিনি এসএ টিভির নিরপেক্ষ সংবাদের প্রশংসা কওে তিনি পার্বত্য চট্টগ্রামকে আরো গুরুত্ব দিয়ে সংবাদ প্রচারের আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত