বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন এবং কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমাদান

Published: 17 Jan 2017   Tuesday   

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মঙ্গলবার নেতাকর্মীদেও সাথে নিয়ে মেয়র ও কাউন্সিল পদ প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে মেয়র পদে ৫ জন এবং কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন রয়েছেন। 


উল্লেখ্য, ২০০৪ সালের দিকে বাঘাইছড়ি উপজেলায় বাঘাইছড়ি পৌরসভা হিসেবে ঘোষনা করে সরকার। তবে দীর্ঘ দিন প্রশাসক দিয়ে এ পৌর সভার কার্যক্রম চালালেও ২০১২ সালের ৮ জানুযারী নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পৌর সভার বর্তমানে ১০ হাজার ১৭৭ জন ভোটার রয়েছেন। আগামী ১৮ ফেব্রুয়ারী এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।


বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের ঘোষিত বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের উৎসবমূর পরিবেশে গতকাল মেয়র ও কাউন্সিলর পদে পদ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাফর আলী খান, বিএনপির মনোনীত প্রার্থী ওমর আলী, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা সেলিম উদ্দীন বাহারী, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান এবং স্বতন্দ্র প্রার্থী ও উপজেলা পৌর আওয়ামীলীগ নেতা সূজিত চাকমা।

 

এছাড়া এ পৌর সভার ৯টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিল এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ৬জন মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টার্নি কর্মকর্তা জমির উদ্দীন জানান, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে ৫ জন প্রার্থী এবং কাউন্সিলর পদে ২৭ জন এবং সরিক্ষত মহিলা কাউন্সিলর পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৮ জানুয়ারী মনোনয়নপত্রের যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র কোন প্রকার ভূলত্রুতি থাকলে বাতিল বলে গণ্য হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত