রাঙামাটির কাপ্তাই উপজেলার মুরালী পাড়া শিক্ষা মশাল সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মুরালি পাড়া বিহার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা।
মুরালী পাড়া শিক্ষা মশাল সংগঠনের সভাপতি থোয়াই সুই উ মার্মার সভাপতিত্বে থোয়াই হ্লা চিং মার্মার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৫ নং ওয়াগ্গা ইউ পি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা, ওয়াগ্গা ইউপির সাবেক চেয়ারম্যান অংলাচিং মার্মা, কুকিমারা শিক্ষা উন্নয়ন সংস্হার প্রতিষ্ঠাতা আগাশ্রী ভিক্ষু, ৩ নং ওয়ার্ডের ইউ পি সদস্য অংচাপ্রু মার্মা, সাবেক ইউ পি সদস্য আপাই মার্মা, সাংবাদিক ঝুলন দত্ত,সাংবাদিক মামুন প্রমুখ।।
পরে মাসাং মার্মার উপস্হানায় স্হানীয় এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.