ছুটিতে রাঙামাটির পর্যটন স্পট পর্যটকদের পদচারনায় মুখরিত

Published: 25 Dec 2016   Sunday   

বড় দিনসহ তিন দিনের টানা ছূটি ও বছর শেষে হওয়ায় রাঙামাটিতে পর্যটনগুলোতে পর্যটকদের পদচারণায় সূখরিত হয়ে উঠেছে।

 

জানা যায়, খ্রিষ্টান ধর্মালর্ম্বীদের বড় দিনসহ সাপ্তাহিক ছুটি থাকায় এবং বছরের শেষে হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমন পিপাসু পর্যটকরা রাঙামাটির প্রকৃতির রাণীর সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে এসেছেন। পর্যটকরা রাঙামাটির ঝুলন্ত সেতু সেতুসহ বিভিন্ন স্পটতে ঘুরে বেরিয়ে আনন্দ উপভোগ করছেন। পর্যটকদের নিরাপত্তা জন্য স্পটগুলোতে পুলিশী টহল জোরদার করা হয়েছে। রাঙামাটিতে পর্যটকদের আগমনের কারণে শহরের হোটেল-মোটেলগুলোর অধিকাংশ রুম বকুড রয়েছে বলে  জানা গেছে।

 

উল্লেখ্য, পর্যটনের ঝুলন্ত সেতু ছাড়াও রাঙামাটিতে পর্যটনের আকর্যনীয় স্পটের মধ্যে শুভলং ঝর্ণা, রাজ বন বিহার, চাকমা রাজবাড়ি,জেলা প্রশাসনের বাংলো, ইকো টুকটুক ভিলেজ, আদিবাসীদের শান্ত সবুজ গ্রামসহ আদীবাসীদের যাদুঘর। 

 

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে ব্যবস্থাপক আলোক বিকাশ জানান, লম্বা ছুটিকে কেন্দ্র করে রাঙামাটি পর্যটন মোটেলে ১৫ দিন আগে অধিকাংশ রুম বুকড করে রেখেছেন। থার্টি ফাষ্ট পর্যন্ত পর্যটন মোটেলে কোন রুম খালী নেই। এছাড়া প্রতিদিন রাঙামাটির বাইরে কয়েক হাজার পর্যটক রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতুর সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে আসছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত