বুধবার রাঙামাটি জুরাছড়ি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পূনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নিত্যানন্দ চাকমা ও সাধারন সম্পাদক সুগত চাকমা এবং রবি চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জানা যায়, বুধবার সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার নিয়ে সকল শিক্ষকদের উৎসাহিত করতে জুরাছড়ি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি গঠনের উপস্থিত সভায় একমত হন।
পরে সভায় সর্বসম্মতিক্রমে পানছড়ি ভূবন সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকাকে সভাপতি ও বনযোগীছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুগত চাকমা সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক শীলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি চাকমাকে নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি গঠন করা হয়। এছাড়া সিনিয়র প্রধান শিক্ষক মৃদুল কান্তি চাকমাকে রাঙামাটি জেলা শাখার প্রতিনিধি সদস্য মনোনীত করা হয়।
সমিতির নব নির্বাচিত সভাপতি নিত্যানন্দ চাকমা জানান, প্রধান শিক্ষকদের সকল দাবী আদায় ও শিক্ষকদের সমস্যা সমাধানের কল্পে কাজ করে যাবেন।
লুলাংছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন চাকমা জানান এ নবাগত সমিতির মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন বিরাজ মান সমস্যা দ্রুত সমাধান ও প্রধান শিক্ষকদের সম্মান অক্ষুন্ন রাখতে কার্যক্রম সক্রিয় করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.