পার্বত্য চট্টগ্রামের শান্তি নিকেতন বলে খ্যাত দশ ভাষাভাষি ১৩টি ক্ষুদ্র ক্ষুদ্র জাতি সত্ত্বাসমূহের অন্যম শিক্ষা প্রতিষ্ঠান মোনঘর শিশু সদনের পরিচালনা কমিটির শনিবার সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে পুনরায় সুকুমার দেওয়ানকে সভাপতি ও কীর্তি নিশান চাকমাকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্যর কার্য নির্বাহী পরিষদ নির্বাচিত করা হয়।
মোনঘর আবাসিক বিদ্যালয় ভবনের সন্মেলন কক্ষে আয়োজিত সাধারন সভায় বিদায়ী কার্য নির্বাহী পরিষদের সভাপতি সুকুমার দেওয়ানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, মোনঘর কার্যনির্বাহী পরিষদের সাধারন সম্পাদক কীর্তি নিশান চাকমা, সমাজ সেবা অদিপ্তরের সাবেক কর্মকর্তা আরতি চাকমা প্রমুখ।
সভায় মোনঘরের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাবসহ বার্ষিক প্রতিবেদন এবং আগামী বছরের জন্য বাজেট উপস্থাপন করেন মোনঘরের নির্বাহী পরিচালক আশোক কুমার চাকমা।
তিনি জানান, মোনঘর শিশু সদনে ২০১৬ সালের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ভর্তি, বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ডনেশন, মোনঘরের নিজস্ব প্রতিষ্ঠান বেকারী ও অন্যান্যসহ মোট আয় হয়েছিল ৪কোটি ৫৬ লাখ ১৫ হাজার টাকা এবং জানুয়ারী থেকে নভেম্বর পর্ষন্ত ব্যয় হয়েছিল ৩কোটি ১৪ লাখ ৭৭ হাজার টাকা।
এছাড়া মোনঘরের নিজস্ব আরো আয় বৃদ্ধির জন্য আউট সোর্সিং ট্রেনিং, কপি চাষ, মৎস্য চাষসহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
সভায় বক্তারা মোনঘরকে আরো সামনের দিকে এগিয়ে নিতে সমাজের বিত্তবান থেকে সকলের প্রতি আহ্বান জানান।
সাধারন সভা শেষে আগামী তিন বছরের জন্য মোনঘর শিশু সদন পরিচালনার লক্ষে কার্য নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি পদে নির্বাচিত হন শ্রীমৎ শ্রদ্ধালংকার,সহ-সভাপতি সাগরিকা রোয়াজা, জাতীয় মানবধিকার কশিমনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, ইউএনিিপডির কর্মকর্তা প্রসেনজিৎ চাকমা, যুগ্ন সাধারন সম্পাদক পদে শ্রীমৎ বুদ্ধ দত্ত ভিক্ষু, মোনঘর প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ সোনাধন চাকমা, কোষাধ্যক্ষ পদে সমর বিজয় চাকমা। সদস্য পদে জাতীয় মানবধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা,ভাগ্যমনি চাকমা, এ্যাডভোকেট উষাময় খীসা, কালামনি চাকমা, ইউএনডিপি-সিএইচডিপির কর্মকর্তা ঝুমা দেওয়ান ও সিনোরা চাকমা। তবে বিগত কার্য নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে রনজিত দেওয়ানের পরিবর্তে বাঞ্চিতা চাকমাকে এবং সাধন দেব চাকমার পরিবর্তে ভাগ্য মনির চাকমাকে নির্বাচিত করা হয়েছে।
কার্য নির্বাহী পরিষদের নতুন কমিটি কল্পে আয়োজিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সত্রং চাককমা এবং সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে এডিবির রাঙামাটির কর্মকর্তা অবিরত চাকমা।
জানা যায়,১৯৬১সালে অবিভক্ত পার্বত্য খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী এলাকায় নিবেদিত ধর্মপ্রাণ বৌদ্ধ সন্ন্যাসী জ্ঞানশ্রী মহাস্থবির পার্বত্য চট্টল বৌদ্ধ অনাথাশ্রম প্রতিষ্ঠা করেন। পরে সেটি ঠিক চার বছর পর ১৯৭৪ সালের দিকে পার্বত্য রাঙ্গামাটি শহর থেকে পাঁচ কিলোমিটার দুরত্বে রাঙ্গাপানি এলাকায় চার একর জমিতে নিবেদিত ধর্মপ্রাণ বৌদ্ধ সন্ন্যাসী জ্ঞানশ্রী মহাস্থবিরের কয়েকজন সুযোগ্য শিয্য বিমল তিয্যে ভিক্ষু, প্রজ্ঞানন্দ ভিক্ষু ও শ্রদ্ধালংকার ভিক্ষুর ঐকান্তিক প্রচেষ্টায় মোনঘর শিশুসদনটি আবাসিক প্রতিষ্ঠান হিসেবে আত্নপ্রকাশ করান।
প্রসঙ্গত: “মোনঘর” শব্দের অর্থ হল পাহাড়ে জুম চাষের জন্য চাষীদের থাকার অস্থায়ী আশ্রয়স্থল। যতদিন পর্ষন্ত চাষীরা জুমের ধানের বীজ থেকে অন্যান্য ফলন মোনঘরে তূলতে না পারে ততক্ষন পর্ষন্ত এই আশ্রয়স্থলে থেকে কাজকর্ম চালিয়ে যেতো।
ঠিক তেমনি করে তিন পার্বত্য জেলার ১১টি ক্ষুদ্র ক্ষুদ্র আদিবাসী জনগোষ্ঠীর তৃণমূল পর্যায়ের অনাথ, অসহায়, ছিন্নমূল, অনাদরে অবহেলায় বেড়ে উঠা শিশু সন্তানরা আশ্রয় নিয়ে তাদের সারা জীবনের খোরাকী সংগ্রহ করবে এ মোনঘর থেকে।
মোনঘর তাদেরকে শিক্ষায়-দীক্ষায়, জ্ঞানে-বিজ্ঞানে, আচারে-ব্যবহারে, চিন্তায়-চেতনায়. ধ্যান-ধারনায়, সামাজিক, নৈতিক, মানবিক কর্মকান্ডে আত্ননিবেদিত, অত্নবিশ্লেষনী শক্তি সম্পন্ন ভাবী প্রজন্মের আর্শীবাদ হিসেবে বিবেচিত ব্যক্তিত্বে রুপান্তরের পথ ও দিক নির্দেশনা দেয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.