মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটিতে নৌকা বাইচ

Published: 15 Dec 2016   Thursday   

মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদে বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতিযোগিতা শেষে পৌর ট্রাক টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মূছা মাতব্বর বক্তব্য রাখে। পরে প্রতিযোগী বিজয়দের মাঝে পুরস্কার বিতরল করা হয়। 

 

কাপ্তাই হ্রদের পুরান পাড়া এলাকা থেকে শুরু হয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা রাঙামাটি শহরের পৌর ট্রাক টার্মিনাল কাপ্তাই হ্রদ ঘাটে শেষ হয়। মোট ৫টি বিষয়ে অনুষ্ঠিত আকর্ষনীয় নৌকা বাইচ প্রতিযোগিতায় ২৫ টি দল অংশ নেয়।

 

প্রতিযোগিতায় সাম্পান এককে  মোঃ জামাল, পুরুষ ছোট নৌকায় আবু তাহের ও তার দল, পুরুষ মাঝারী নৌকায় বাইট্টা ত্রিপুরা ও তার দল , পুরুষ বড় নৌকায় সবিল ত্রিপুরা ও তার দল এবং মহিলাদের দল গত প্রতিযোগিতায়  রচনা ত্রিপুরা ও তার দল প্রথম স্থান লাভ করে।

 

এতে পুরুষরা ছাড়াও নারীরাও অংশ নেন। কাপ্তাই হ্রদ এবং আশে পাশের এলাকারয় বিপুল সংখ্যক নারী-পুরুষ এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত