রাঙামাটিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভার আয়োজন

Published: 12 Dec 2016   Monday   

সোমবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় এনজিওদের দক্ষতা বৃদ্ধি ও ভূক্তভোগীদের আইনগত সেবা প্রদান শীর্ষক সমন্বয় সভার আয়োজন করা হয়।


এইচএসডিও-এর  উদ্যোগে আশিকা সন্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সামসুদ্দিন খালেদ। বক্তব্যে রাঙামাটি জজ আদালতের পিপি এ্যাডভোকেট রফিকুল ইসলাম,ইউএনডিপি-সিএইচডিপির কর্মকর্তা ঝুমা দেওয়ান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল,পুলিশ সুপারের প্রতিনিধি ডিআইও ওয়ান মো.ইসমাইল হোসেন, বেসরকারী উন্নয়ন সংস্থা হিমাওয়ান্টির নির্বাহী পরিচালক টুকু তালুকদার, জেলা মহিলা কর্মকর্তা কনিকা চাকমা,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরুল আবছার মানিক, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, এডভোকেট মামুনুর রশীদ মামুন প্রমুখ।


সমন্বয় সভার সার্বিক পরিচালনায় ছিলেন,এইচএসডিও-এর চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. ফয়সাল আহম্মদ,এইচএসডিও এর প্রোগ্রাম অফিসার জামিলা পারভীন। সভায় সহিংসতা শিকার ভূক্তভোগী, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী ও গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহন করেন।


সমন্বয় সভায় বক্তারা বলেন,সহিংসতা প্রতিরোধে ন্যায় বিচার পাওয়া,মামলার দীর্ঘায়ুতা ,পারিবারিক চাপ প্রয়োগ,পুলিশী হয়রানি,মামলার আইওর বিলম্বিত প্রতিবেদন পেশ ও রাজনীতি চাপ থাকা ইত্যাদি ইত্যাদি কারনে ভিকটিম সঠিক বিচার থেকে বঞ্চিত। বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সন্মিলিতভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান।


প্রধান অতিথি রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো.শামস উদ্দীন খালেদ বলেন, রাঙামাটি জেলা দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে বিচারক সংকট যার কারনে বিচার কার্যক্রম পরিচালনা ও রায় প্রদানে একটু বিলম্ব হচ্ছে। জজ কোর্ট ও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে প্রায় ৪-৫ হাজার ফৌজদারি জি,আর ও নন জিআর মামলা বিচারাধীন রয়েছে। কিন্তু সেই অনুপাতে জজ কোর্টে জজ ও যুগ্ন জজ মিলে দুইজন বিচারক রয়েছেন। জজ কোর্টে বিচারক প্রয়োজন আরো ৪-৫জন। এছাড়াও বিভিন্ন জটিলতার কারনে বিচার কাজের রায়ে সময় লাগে।


পাবলিক প্রসিকিউটর (পিপি), কোর্ট জিআরও এবং মামলার আইও যদি মামলা প্রসেসিং করে দ্রুত বিচারকের কাছে উপস্থাপনা করতে পারে তা হলে বিচার কাজ দ্রুত করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।


তিনি আরো বলেন,পার্বত্য চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা সংস্থা,এনজিও সংস্থাগুলো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যে ভূমিকা রাখছে তা অবশ্যই প্রশংসনীয়। আর এই সকল কাজে বড় ভূমিকা রয়েছে দাতা সংস্থা ইউএনডিপি সিএইচটিডিএফের।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত