জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙামাটিতে ওরিয়েন্টশন ও কর্মপরিকল্পনা সভা

Published: 05 Dec 2016   Monday   

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সোমবার রাঙামাটিতে ওরিয়েন্টশন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বিনোদ শেখর চাকমা। বক্তব্যে দেন ডেপুটি সিভিল সার্জন ডা. সাবরিনা সুলতানা, ডা. নূপুর কান্তি দেব, রাঙামাটি পরিবার পরিল্পিনা অধিপ্তরের উপ-পরিচালক বেগম শাহে নেওয়াজ।

 

সভায় আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইনের অংশ হিসেবে রাঙামাটি জেলায় ৫ থেকে ৫৯ মাস বয়সী ৮০ হাজার শিশুদের  এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা  নেয়া হয়। এছাড়া জেলার দুর্গম এলাকাগুলোতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য বিশেষ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত