রাঙামাটিতে বিশ্ব এইডস দিবস পালিত

Published: 02 Dec 2016   Friday   

বিশ্ব এইডস দিবস উপলক্ষে গেল বৃহস্পতিবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের সূর্যের হাসি নেটওয়ার্কের এনএইচএসডিপি প্রকল্পের সহযোগীতায় সিবিল সার্জন সন্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা।

 

বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা.সাবরীনা সুলতানা, গ্রীনহিলের কর্মসূচী পরিচালক লাল ছোয়াক লিয়ানা পাংখোয়া, এফডিএসআরের ক্লিনিক ম্যানেজার ওমর ফারুক এবং সিলেট যুবএকাডেমীর প্রতিনিধি নিউ চাকমা প্রমূখ।স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.নুপুর কান্তি দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা বসুপতি রঞ্জন চাকমা।


এর আগে একটি এক বর্ণাঢ্য র‌্যালীবের করা হয়। এতে স্বাস্থ্য বিভাগের সরকারী কর্মকর্তা ছাড়াও সূর্যের হাসি নেটওয়ার্কের এনজিওএফডিএসআর, সিলেট যুবএকাডেমী, ব্র্যাক প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

 

সভায় বক্তারা এইচআইভি-এইডসএর বিভিন্ন বিষয় সম্পর্কে ধারনা প্রদান করেন। পাশাপাশি জনগণের মধ্যে এইচআইভি ও এইডস বিষয়ে সচেতনতা ও ঝুঁকি অনুধাবনের মাত্রা বৃদ্ধি, সেই সাথে এইচআইভি প্রতিরোধে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির প্রতি আচরণে ইতিবাচক পরিবর্তন এবং এইডস বিষয়ে ভুল ধারণা ও বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে দিবসটি পালনের তাৎপর্যতা তুলে ধরা হয়।

 

এক্ষেত্রে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে সহযোগীতার মনোভাব ও সমন্বয়ের মাধ্যমে কাজ করা প্রয়োজন বলে অভিমত প্রকাশ করেন বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত