বরকলে তুলা চাষীদের নিয়ে দিন ব্যাপী মাঠ দিবস অনুষ্ঠিত

Published: 29 Nov 2016   Tuesday   

মঙ্গলবার বরকল উপজেলায় তুলা চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে  তুলাচাষী উদ্বুর্ধকরণ শীর্ষক দিন ব্যাপী মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে তুলা উন্নয়ন বোর্ডের ইউনিট কর্মকর্তা মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতি ও প্রশিক্ষক ছিলেন জেলার প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা পরেশ চন্দ্র চাকমা। বক্তব্য রাখেন তুলা চাষী অপূর্ব মিত্র চাকমা। সভায় ৪০জন চাষী অংশ গ্রহন করেন।

 

জেলা কর্মকর্তা পরেশ চন্দ্র চাকমা জানান, উপজেলায় পাহাড়ী তুলা ৮৪৬ হেক্টর  আর সমতল তুলা ২২ হেক্টর জমিতে চাষ করা হচ্ছে। আগামী বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা তিনি পাহাড়ী তুলা ১লক্ষ ৮৬হাজার ১শ২০ কেজি আর সমতল তুলা ৩৬ হাজার ৩শ কেজি উৎপাদন করার আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত