স্থায়ী ক্যাম্পাস চালুর দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্ষন্ত শহরের ভেদভেদীস্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা ক্লাশ ও পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করে। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা শ্লোগান দিয়ে ও ফেষ্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরুল করিম, সাজিদ হাসান, জহিরুল ইসলাম, ইসরাত সুলতানা নাহিদ, শিয়াম মাহমুদ।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জমি অধিগ্রহনের বিষয়ে প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্ষন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্ষন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করবে জানিয়েছে।
এর আগে গেল রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করে।
উল্লেখ্য,২০১৫ সালের জানুয়ারিতে রাঙামাটির তবলছড়ি শাহ হাই স্কুলে একটি ভবনে অস্থায়ী ক্যাম্পাস চালু করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষা ও শ্রেনী কার্যক্রম শুরু করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.