রাঙামাটিতে প্রতিবেদন লেখা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Published: 27 Nov 2016   Sunday   

‘জাগ্রতবিবেক, দুর্জয়তারুণ্য-দুর্নীতিরুখবেই’ এই শ্লোগানকে সামনে রেখে রোববার রাঙামাটিতে দিনব্যাপি প্রতিবেদন লেখা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির আয়োজনে আশিকা সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্ধোধন করেন সনাক রাঙামাটির সদস্য এ্যাডভোকেট সুস্মিতা চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বজন সদস্য দেবব্রত চৌধুরী কুমকুম, টিআইবি চট্টগ্রাম অঞ্চলের প্রোগ্রাম ম্যানেজার একেএম রেজাউল কবীর আকাশ ও রাঙামাটি সনাকের এরিয়া ম্যানেজার মো. মাসুদুল আলম। প্রশিক্ষণ কোর্সে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসরা অংশ গ্রহণ করেন।

 

প্রশিক্ষণে প্রতিবেদন লেখার পদ্ধতি, ব্যক্তি ও প্রতিষ্ঠানের সফলতার কাহিনী লিপিবদ্ধকরন, গণসাংবাদিকতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক পরিবর্তন তুলে ধরা এবং সভার কার্যবিবরনী লেখা সম্পর্কে আলোচনা হয়। তাছাড়া দলীয় কাজের মাধ্যমে অংশ গ্রহণকারীদের উল্লেখিত বিষয় সম্পর্কে ধারণা দেয়া হয়।

 

প্রশিক্ষণে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট (বিআইডিডি) এর চেয়ারম্যান সুব্রতরাহা গণসাংবাদিকতা ও সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে আলোচনা করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবেদন একজন ব্যক্তি জীবনে বিভিন্ন কাজে লাগে। প্রতিবেদন জানা থাকলে একজন ব্যাক্তি তার জীবনের নানান কাজে ব্যবহার করতে পারে। সনাকের ইয়েস সদস্যদের বিভিন্ন প্রোগ্রামে প্রতিবেদন তৈরি করতে হয়। এর মাধ্যমে তারা প্রতিবেদন তৈরির প্রদ্ধতি সম্পর্কে ধারণা জানা সম্ভব হয়।

 

প্রশিক্ষণে সমাপনীপর্বে বক্তব্য রাখেন সনাকের রাঙামাটির সহসভাপতি অমলেন্দু হাওলাদার ও সনাক সদস্য মোহাম্মদ আলী।

 

সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, প্রতিবেদন তৈরিকরতেহবেসহজভাষায়, যা পাঠকের পড়তে ও জানতে সহজ হয়। এমন কোন ভাষা লেখা যাবে না, যা পাঠক বুঝতে পারবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত