প্রোগ্রেসিভের উদ্যোগে চৈছড়ি পাড়ায় মাঠ পর্যায়ে জ্ঞান বিনিময় কর্মসুচির আয়োজন

Published: 27 Nov 2016   Sunday   

রাঙামাটির নানিয়ারচরের ঘিলাছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের চৈছড়ি পাড়ায় উপকারভোগীদের নিয়ে প্রকল্পের কর্মকৌশল, ভূমিকা এবং বাস্তবায়িত প্রকল্পে সফলতা তুলে ধরতে এবং শিক্ষনীয় হিসেবে মাঠ পর্যায়ে জ্ঞান বিনিময় কর্মসূচী আয়োজন করা হয়।

 

মঙ্গলবার চৈছড়ি পাড়ায় আয়োজিত এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ ও সহযোগী সংস্থা প্রোগ্রেসিভের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এর তথ্য কর্মকর্তা অম্লান চাকমা, এনজিও ফোরামের কর্মকর্তা রাফি, এ্যাডভোকেসি যোসেফ হালদার, প্রোগ্রেসিভ এর নির্বহী পরিচালক সুচরিতা চাকমা’সহ জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিনিধিরা প্রকল্পের সুবিধাভোগী, গ্রাম উন্নয়ন কমিটি এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের সাথে প্রকল্পের সফলতার কৌশলসমূহ বিস্তারিত আলোচনা করে চৈছড়ি গ্রামে স্থাপিত গ্রাভিটি ফ্লো সিষ্টেম এর মাধ্যমে পানি সরবরাহ এর প্রযুক্তি পরিদর্শন করেন।

 

প্রগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা জানান, এ প্রকল্পের আওতায় স্থানীয় বিভিন্ন সমস্যা সমূহ এবং প্রয়োজনীয় চাহিদাসমূহ গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের আবেদনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ তার নির্দিষ্ট কর্মপরিধির মধ্য থেকে এবং চলমান প্রকল্পের মাধ্যমে সুশাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতার সহিত সবচেয়ে পিছিয়ে পড়া এবং দূর্গম এলাকার জনসাধারনের নিরাপদ পানির প্রাপ্তি নিশ্চয়তার লক্ষ্যে বিভিন্ন ধরনের পানি প্রযুক্তি (গ্রাভিটি ফ্লো সিষ্টেম, স্প্রিং ওয়াটার কেপিং সিষ্টেম, রিংওয়েল, ডিএপি) স্থাপন করা করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত