রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজের জাতীয় করনের আদেশ পূর্নবহাল রাখার দাবিতে বৃহস্পতিবার) রাঙামাটি-রাজস্থলী-বান্দরবানের সড়কের সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণ আন্দোলন কমিটি।
বুধবার বাঙ্গালহালিয়া বাজারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আন্দোলন কমিটির নেতৃবৃন্দরা এই ঘোষণা দেন।
বাঙ্গালহালিয়া বাজারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, আন্দোলন কমিটির সদস্য সচিব বিশ্বনাথ চৌধুরী, হেডম্যান প্রতিনিধি মংসিন চৌধুরী প্রমুখ।
আয়োজিত মানববন্ধনে এলাকার পাহাড়ী-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের কয়েক হাজার ছাত্র-ছাত্রী ও সাধারন লোকজন অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য,সম্প্রতি চট্টগ্রাম বিভাগের ২৬টিসহ সারাদেশের ১৯৯টি কলেজকে জাতীয়করণের ঘোষনা দেয় সরকার। এর মধ্যে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজকেও জাতীয়করণের ঘোষনায় থাকলেও পরে তা বাতিল করে রাজস্থলী কলেজকে জাতীয়করণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.