কাউখালীতে দুঃস্থদের মুখে হাসি ফুটাচ্ছে ইপসা’র সম্বৃদ্ধি কর্মসূচী

Published: 20 Nov 2016   Sunday   

অসচ্ছল সংসারের হাল ধরতে ভিক্ষাবৃত্তিকেই বেছে নিয়েছিলেন কাউখালীর কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি গ্রামের আজিরন বেগম (৫৫) ও তারাবনিয়ার মংচাবাই মারমা (৪৫)। মাথা গোঁজার এতটুকু ঠাঁইও ছিল না। সহায়তা তো দুরের কথা অনেক চেষ্টা করেও সরকারী বেসরকারি কোন সংস্থা থেকেই ঋণ পাননি।


অবশেষে সে আক্ষেপ মুছালেন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা। দুজনই পেয়েছেন ১ লাখ টাকা করে অর্থ সহায়তা। এ দিয়ে তারা তৈরী করেছেন মাথা গোজার একখানা ঘর সাথে বাচুরসহ দুধের গরু, গুছাবে সংসারের দৈন্যতা, কিছুটা স্বস্থি এসেছে তাদের জীবনে। আজিরন বেগম প্রাপ্ত টাকা থেকে এক কানি জমিও বন্ধক রেখেছেন। বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা’র সহায়তা পেয়ে তারা এখন আর ভিক্ষা করেন না। মুখে ফুটেছে হাসি।


শুধু তাই নয়, স্বাস্থ্য সেবা, দারিদ্র বিমোচন ও সরকারের দেয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে কাউখালীতে কাজ করে যাচ্ছে বেসরকারী উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোস্যাল একশন-ইপসা।


রোববার কলমপতি বোর্ড অফিস চত্ত্বরে এক আলোচনা সভা ও বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে সংস্থাটি। এতে সহায়তা করে কাউখালী উপজেলা প্রশাসন। সকাল ১১টায় শুরু হওয়া বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের সেবা নিতে দূর দুরান্ত থেকে ছুটে আসেন অন্তত দুই শাতাধিক নারী পুরুষ। এতে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


এছাড়াও সংস্থাটির উদ্যোগে উপজেলার কলমপতি ইউনিয়নের ৯ ওয়ার্ডে লক্ষাধিক টাকা খরচ করে একটি করে সম্বৃদ্ধি কেন্দ্র খোলা হয়েছে। এতে প্রতিদিন একজন শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে দৈনিক ক্লাশের পড়া আদায় করে নেবেন।


এছাড়ও এসব কেন্দ্রে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সম্বৃদ্ধি কেন্দ্রটি পরিচালনার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারকে সভাপতি করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রের তদারকি করবে ইপসা কাউখালী ব্রাঞ্চ। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের সম্বৃদ্ধি কেন্দ্রগুলোতে আয়োজন করা হবে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের।


কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বেবী রানী ত্রিপুরা, কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কুমার নাথ, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ সুরভী দাশ।

 

উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন, আবু তাহের শাহজাহান, দেলোয়ার লিডার, ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইপসার কাউখালী ব্রাঞ্চ ম্যানেজার এনামুল হক শান্ত প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত