কাপ্তাইয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত

Published: 20 Nov 2016   Sunday   

সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলায় রোববার থেকে শুরু হয়েছে প্রাথমিক সমাপনী এবং ইবতেদায়ী পরীক্ষা। এবারে এই উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১৩০৯ জন এবং ইবতেদায়ী পরীক্ষা ৪৮ জন ছাত্র ছাত্রী অংশ নিয়েছে।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সুত্রে জানা যায় কাপ্তাই উপজেলায় একটি দুর্গম কেন্দ্রসহ মোট ৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র গুলো হল, এফ আই ডি সি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিৎমরম সরকারী প্রাথমিক বিদ্যালয়, বি এম সরকারী প্রাথমিক বিদ্যালয়, রিফিউজি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং দূর্গম ভাল্লুক্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

 

এদিকে, বেলা ১২ টায় চন্দ্রঘোনা বি এম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  গিয়ে দেখা যায় অত্যন্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।  জেলা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

 

কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার জানান,এবারে কাপ্তাই উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১৩০৯ জন এবং ইবতেদায়ী পরীক্ষা ৪৮ জন ছাত্র ছাত্রী অংশ নিয়েছে।একটি দুর্গম কেন্দ্রসহ মোট ৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত