পিসিপি’র নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে ঢাকায় সমাবেশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ

Published: 13 Nov 2016   Sunday   

পাহাড়ি ছাত্র পরিষদের(পিসিপি) নেতা বিপুল চাকমাসহ সকল নেতাকর্মীদের মুক্তি, গোবিন্দগঞ্জের সুগার মিলে সান্তাল-বাঙালি বসতিতে হামলা-খুন-লুটপাট এবং নাসিরনগর-রাজশাহী-দিনাজপুরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে রোববার বিক্ষোভ সমাবেশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর š পেশ করেছে পিসিপি।

 

পিসিপি’র দপ্তর সম্পাদক সুনয়ন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি’র কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপুল চাকমা। বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় কমিটি তথ্য প্রচার সম্পাদক রনেল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক সদ্য কারামুক্ত মিঠুন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি নিরূপা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বরুন চাকমা। সভা পরিচালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি’র অর্থ সম্পাদক রতন স্মৃতি চাকমা।


সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সা¤্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এম পারভেজ লেলিন, বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ইকবাল কবির, জাতীয় ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্না। এছাড়াও আরো সংহতি প্রকাশ করেছেন ছাত্র গণমঞ্চের সভাপতি শাহিদ বিলাস।

 

এর আগে পিসিপি’র শতাধিক নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় মিলিত হয় এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল সহকারে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

সমাবেশে বক্তারা অবিলম্বে ছাত্রনেতা বিপুল-বিনয়ন-অনিল চাকমা ও দিলীপ রায়কে নিঃশর্ত মুক্তির দাবী জানান। এছাড়াও ব্রাক্ষ¥নবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, লুটপাট ও ভাচুর; গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদাফার্ম-এ সান্তাল জাতিগোষ্ঠীর উপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, গ্রাবাসীদের উপর পুলিশের গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

সমাবেশ থেকে অবিলম্বে গোবিন্দগঞ্জে সান্তাল জনগোষ্ঠী ও ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাংচুরের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত