কবি মৃত্তিকা চাকমার কবিতা-- এই লাঙেলর পাঞ্জালী

Published: 12 Nov 2016   Saturday   

এই লাঙেলর পাঞ্জালী


--মৃত্তিকা চাঙমা

 

এই লাঙেল’ পদ-
গজ্জংতুলী রাজবারি কলেজগেইট ভেদভেদী-
থেঙ হুচ্ এল’ আমেক্কন বেন্যা-বেল্যা মাধান-
চাথোয়াই রোয়াজা হ্লাথোয়াই প্রু অশ্বীনি ত্রিপুরা সুরেন্দ্র লাল ত্রিপুরা মহেন্দ্র লাল ত্রিপুরার ।

 

অংক ইংরেজী ধুনিদ’ বিমলেশ্বর দেবানে অক্ত বেঅক্ত
অহ্মিমিদিক খাবেদাক চিত্রগুপ্ত চাঙমালোই চিত্তরঞ্জন চাঙমা
ইনহ্ গোজ্যা থেঙ বোত্যা ধুপ পেন্দলং আহ্ধপুর’ শিলুম বেলাবিজ্যা

 

ডা. ইহ্মেংশু বিমল দেবানর কুজু লোদিয়েন-
নিত্য গোত্তোনিত ধুলেয়্যা থদ’
ডা.ভগদত্ত খীসা গায় টেক্সিত উভো আহ্ধে চরিদ’
কো কো বাবু ক্যাপিস্টেন সুগারর টুবী
মুওদ দিনে লাম্বা লাম্বা হুচ বারেদ’।

 

কুমার সুমিত রায় কুনকুনেই পদ আহ্ধি
গীদর ঘোঝ জরাদে
অরুন রায়লোই সলিল রায়ে কবিতের রেজ্যত
তারা সক্কে কবিতারে খৈ ফুদেদাক।

 

নির্মলেন্দু ত্রিপুরার গঙ লারেই ওই এযের
আহ্ধদন গং-দি ডা. পরশ খীসা, প্রতীম রায়
জুয়েল দেওয়ান অম্লান চাঙমা আ ব্রুম্ম ।

 

সেরে গুনে চাঁদ রায় রাহুল রায় এন্টনির
হুছ জুস জুস ওই পত্ত চায়’
আর যাবার হুছ পরিবের জুক্কল অহ্র
চেবার চাং এ লাঙেলর পদ জনমান ।

১৯.১০.২০১৬

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত