রাঙামাটিতে তিন দিন ব্যাপী মাতৃভাষার মাধ্যমে বহুভাষিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Published: 10 Nov 2016   Thursday   

রাঙামাটিতে  বৃহস্পতিবার থেকে তিন দিন ব্যাপী মাতৃভাষার মাধ্যমে বহুভাষিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

 

গ্রীনহিল প্রধান কার্যালয় সম্মেলন কক্ষে গ্রীনহিলের উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালায়  প্রধান অতিথি ও উদ্ধোধক ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সুবীর কুমার চাকমা।  গ্রীনহিলের নির্বাহী পরিচালক মং থোয়াইচিং-এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন জেলা  প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন  মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ওয়াশিউর রহমান তন্ময়।  অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীনহীলের কর্মসূচি পরিচালক লাল ছোয়াক লিয়ানা পাংখোয়া। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন বিজ্ঞান্তর তালুকদার ও ডা. সম্ভু নাথ চাকমা।

 

তিন দিন ব্যাপী কর্মশালায় জেলার ছয় উপজেলার (রাঙ্গামাটি সদর, কাপ্তাই, রাজস্থলী, জুরাছড়ি, বাঘাইছড়ি ও নানিয়ারচর) প্রকল্পভূক্ত শিক্ষকরা অংশগ্রহন করেছেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ মফিজুল ইসলাম রাঙামাটি পার্বত্য জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে প্রত্যন্ত এলাকায় বাস্তব বিভিন্ন সমস্যার কথা তুলে ধওে বলেন মাতৃভাষায় মাধ্যমে বহুভাষিক শিক্ষা ব্যবস্থার বিষয়ে শিক্ষকদের মাতৃভাষায় শিক্ষাদান বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে এবং আগামী ২০১৭ সালে সরকারীভাবে বাংলাদেশে ৫টি আদিবাসীদের নিজস্ব ভাষায় শিক্ষাদানের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ করা হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে সুবীর কুমার চাকমা মাতৃভাষায় শিক্ষাদানের উদ্যোগ গ্রহণ করার জন্য মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্রীনহিলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাতৃভাষায় শিক্ষাদানের লক্ষ্যে বিদ্যালয় সমূহকে শিক্ষক নিয়োগদানের বিষয়ে জেলা পরিষদে আলাদা তহবিল গঠণের জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের  সাথে আলোচনা করবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত