রাঙামাটিতে ১০দিন ব্যাপী ভলিবলের প্রশিক্ষণ সমাপ্ত

Published: 07 Nov 2016   Monday   

সোমবার রাঙামাটিতে ১০দিন ব্যাপী ভলিবল খেলার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের সনদ বিতরণ করা হয়েছে।

 

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংস্থার সহ-সভাপতি প্রীতম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বরুণ বিকাশ দেওয়ান, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, চ্যানেল  আইয়ের রাঙামাটি জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদ, ভলিবল কোচ ঝিনুক খীসা প্রমূখ। অনুষ্ঠান শেষে ১০দিন ব্যাপী প্রশিক্ষনের সনদ বিতরণ করেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

 

এ ভলিবল প্রশিক্ষণে রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৩ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেন,দেশের ক্রীড়াঙ্গনে পার্বত্যাঞ্চলের ছেলে-মেয়েরা গুরুত্বপুর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। পাহাড়ের খেলোয়াররা ক্রীড়াঙ্গনের প্রতিটি সেক্টরেই অংশগ্রহন করে সফলতা অব্যাহত রেখে চলেছে। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।

 

তিনি বলেন, পার্বত্য এলাকার সন্তান অরুন ও বরুণ দেওয়ানরা ক্রীড়াক্ষেত্রে যেভাবে সফলতা অর্জন করেছে তা আমাদের ধরে রাখতে হলে সবসময় খেলাধুলার আয়োজন করতে হবে।

 

তিনি নবীন খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহন করার মনমানসিকতা তৈরী করতে হবে। তিনি সমাজকে সুন্দর ও মাদকমুক্ত করতে খেলাধূলার বিকল্প নেই বলে মন্তব্য করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত