অরক্ষিত কাপ্তাই কর্ণফুলী রেঞ্জ!

Published: 31 Oct 2016   Monday   

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের বিভিন্ন বন বিট লোকবল সংকটের ফলে অরক্ষিত হয়ে পড়েছে। এতে জনবল সংকটের ফলে বনদস্যুরা সুযোগ বুঝে বনরক্ষীদের ওপর একাধিক বার হামলা চালাচ্ছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের বিভিন্ন বন বিট রয়েছে। প্রয়োজনীয় লোকবল সংকটের সুযোগ নিয়ে চলতি মাসে বিভিন্ন বিটে বনদস্যুরা হামলা চালিয়ে বনরক্ষীদের আহত করার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ বন বিভাগের বিশাল বনসম্পদ অন্যন্যা স্থানের তুলনায়  কাপ্তাইয়ের কর্ণফুলী সদর রেঞ্জসহ বিভিন্ন বিটে রক্ষিত রয়েছে। তবে দূর্গম পাহাড়ে এবং কর্ণফুলী নদী পথে পাহারা দিতে গিয়ে বনরক্ষীরা বিভিন্ন সময় বনদস্যু এবং বনের হিং¯্র জীবজন্তুর হামলার শিকার হতে হচ্ছে। প্রতিটি বিটে রাত কিংবা দিনে পালাক্রমে পাহারা দিতে গিয়ে ৬-৮জন করে বনরক্ষী প্রয়োজন।

 

সরেজমিনে  গিয়ে দেখা গেছে, কর্ণফুলী রেঞ্জের বিট কর্মকতাসহ মাত্র ১জন। ২/১জন দিয়ে বন রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। বন পাহারা দিতে গিয়ে বেশীরভাগ বনরক্ষী ম্যালেরিয়া,টাইফয়েডসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ অল্প সংখ্যক লোক দিয়ে বনরক্ষা করা কঠিন হয়ে পড়েছে। যার ফলে অরক্ষিত হয়ে পড়েছে পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের এ বিশাল বন সম্পদ।

 

সূত্র মতে, সম্প্রতি বর্তমান বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কর্ণফুলী রেঞ্জের খালের মুখ বন বিট  এলাকায় বনজ সম্পদ এবং সবুজের সমারহ দেখে মুগ্ধ হয়ে যান এবং পরিদর্শন খাতায় এর ভূয়সী প্রসংসা করেন। আজ সে বনজ সম্পদ লোকবল সংকটের ফলে ধীরে,ধীরে বিলিন হতে চলেছে।

 

এদিকে কর্ণফুলী সদর বিট এলাকার ১২শত একর  বিশাল বন পাহারা দিতে লোকবল প্রয়োজন ৮/১০জন সেখানে আছে  মাত্র ২ জন । কর্তৃপক্ষ লোকবল না দেওয়ার ফলে বন দস্যুদের আক্রমন দিন, দিন উৎপাত বেড়েই চলছে। অভিযোগ পাওয়া যায় কর্ণফুলী রেঞ্জের ফ্রিংখ্রিং বনবিট ও খালের মুখ  বিট পাহারা দিতে গিয়ে বনদস্যুদের অস্ত্রের মুখে কর্তব্যরত বনরক্ষীরা হামলার শিকার হয়।  গুরুতর ভাবে আহত হয়েও অনেকে চিৎকিসার পাশাপাশি বনজ সম্পদ রক্ষা করে চলছে।

 

কর্ণফুলী সদর বিট কর্মকর্তা ফারুক আহমেদের নিকট জানতে চাইলে তিনি অকপটে লোকবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা স্বীকার করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত