জুরাছড়িতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তিন শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

Published: 30 Oct 2016   Sunday   

জুরাছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রূপ কুমার চাকমা ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাবেক  নেতা সুরেশ চাকমাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে  প্রায় তিন শতাধিক নেতাকর্মী রোববার আওয়ামীলীগে যোগদান করেছেন।

 

উপজেলা বিশ্রামাগার প্রাঙ্গনে আয়োজিত আওয়ামীলীগের যোগদান অনুষ্ঠানে সমাবেশে প্রধান অতিথি ছিলেন  আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নতুন সদস্য ও  সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলেিগর সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন,  দীপক দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও সুবির কুমার চাকমা। বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রমথ কান্তি চাকমা, হেডম্যান মায়া নন্দ দেওয়ান, সাবেক  উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান রূপ কুমার চাকমা ও সুরেশ চাকমা প্রমূখ।

 

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাবেক নেতা সুরেশ চাকমা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রূপ কুমার চাকমাসহ তিন শতাধিক লোকজন অনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন। এর আগে এলজিইডির বাস্তবায়িতধীন জুরাছড়ি হেড কোয়াটার এড়াইছড়ি ঘাট সড়কে সেতু নির্মাণসহ সড়কের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দীপংকর তালুকদার।

 

অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রূপ কুমার চাকমা ও সুরেশ চাকমাসহ তিন শতাধিক লোকজন অনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন। এর আগে এলজিইডির বাস্তবায়িতধীন জুরাছড়ি হেড কোয়াটার এড়াইছড়ি ঘাট সড়কে সেতু নির্মাণসহ সড়কের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দীপংকর তালুকদার।

 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার পার্বত্য চট্টগ্রামের উৎপাদিত কৃষি পণ্যের উপর অবৈধ অস্ত্রের মূখে যারা চাঁদা আদায় করছে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান  জানিয়ে বলেছেন এ অঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষে সরকারকে বার বার অনুরোধ করা হয়েছে। তবে শুধু সরকারের উপর নির্ভর করলে হবে না।

 

তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার পার্বত্য শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে চায়। এই শান্তি চুক্তি একটি চলমান প্রক্রিয়া। তাছাড়া সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ছাড়া পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করা কঠিন। আর তাদের স্বাভাবিক জীবন বিনষ্ট করছে এই অবৈধ অস্ত্র।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত