রোববার রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশনের দ্বিতীয় গুরুত্বপূর্ন বৈঠক বসছে

Published: 29 Oct 2016   Saturday   

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পক্তি কমিশনের রোববার রাঙামাটিতে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পার্বত্য ভূমি নিষ্পত্তি কমিশনের সংশোধনী আইন ২০১৬-এ সংসদে পাসের পর এটিই হবে দ্বিতীয় গুরুত্বপূর্ন বৈঠক। গেল ৪ সেপ্টেম্বর রাঙামাটিতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

 

উল্লেখ্য, গেল ১লা আগষ্ট  মন্ত্রী সভার নিয়মিত বৈঠকে ভূমি কমিশনের ১৪টি সংশোধনী ধারা অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে ৮ আগষ্ট রাষ্টপতি স্বাক্ষরের পর ৯ আগষ্ট আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়। ৬অক্টোবর  পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন(সংশোধন) আইন ২০১৬ এর বিল সংসদে পাস করা হয়।

 

একাধিক সূত্র মতে, পার্বত্য ভূমি কমিশনের সংশোধনী আইন ২০১৬ এ সংসদে পাসের পর রোববার রাঙামাটির সার্কিট হাউসে সকাল ১০টায় এ কমিশনের দ্বিতীয় গুরুত্বপূর্ন বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে পার্বত্য ভূমি কমিশনের  চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হক ছাড়াও কমিশনের সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান  জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা), চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, তিন পার্বত্য  জেলা পরিষদের  চেয়ারম্যান ও তিন সার্কেল চীফরা উপস্থিত থাকার রয়েছে।

 

পার্বত্য ভূমি কমিশনের সচিব মোঃ রেজাউল করিম জানান,পার্বত্য ভূমি কমিশনের সংশোধনীর পর এই দ্বিতীয় বৈঠকে কমিশনের চেয়ারম্যানসহ কমিশনের সকল সদস্যগণ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

 

তিনি আরো জানান, বিরোধপূর্ন  ভূমি মালিকানা নিয়ে গেল ৮ সেপ্টেম্বর থেকে গেল ২৪ অক্টোবর পর্ষন্ত দরখাস্ত আহ্বান করে গণ বিজ্ঞপ্তি করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। এ পর্ষন্ত এ সংক্রান্ত মোট ১৫ হাজার ৬৬৯টি দরখাস্ত জমা পড়েছে কমিশন কার্যালয়ে। তবে কোন উপজেলা থেকে কতটি দরখাস্ত জমা পড়েছে তা এখনো বাছাই করা সম্ভব হয়নি।

 

তিনি এক প্রশ্নের জবাবে বলেন,আজকের বৈঠকে উপস্থিত সদস্যদের মতামত ও সিদ্ধান্তের ভিত্তিতে দরখাস্ত আহ্বানের তারিখ বৃদ্ধি করা হবে কিনা তা বৈঠকের পর জানা যাবে।

 

এদিকে, কমিশনের বৈঠকের জন্য ইতোমধ্যে  পার্বত্য ভূমি কমিশনের  চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হক শনিবার রাঙামাটিতে পৌঁছেছেন বলে জানা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.    

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত