নাগরিক সেবা প্রাপ্তি, প্রত্যাশী ও সমস্যা চিহ্নিত করতে রাঙামাটিতে জেলা প্রশাসনের গণশুনানী

Published: 26 Oct 2016   Wednesday   

রাঙামাটি জেলাবাসীর নাগরিক সেবা প্রাপ্তি, প্রত্যাশী ও সমস্যা চিহ্নিত করতে  বুধবার  জেলা প্রশসিনের উদ্যোগে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসন সম্মেলন কক্ষে গণশুনানী করেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। এসময়  জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

আয়োজিত এ গণ শুনানী অনুষ্ঠানে জেলার দশ উপজেলার থেকে আসা নাগরিকরা সেবা প্রাপ্তি, প্রত্যাশা ও সমস্যা নিয়ে গণশুনানীতে তাদের অভিযোগ উপস্থাপন করেন। গণশুনানীতে প্রথম দিনে ২৫জন সেবাপ্রার্থী গণশুনানীতে অংশ নেন এবং জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে উত্থাপিত সমস্যা সমাধানের সিদ্ধান্ত দেন।

 

প্রতি সপ্তাহের বুধবার সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত এ গণশুনানী রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত