রাঙামাটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিজারের সময় এক প্রসুতি মায়ের মৃত্যুর অভিযোগ

Published: 25 Oct 2016   Tuesday   

মঙ্গলবার রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসকের অবহেলার কারণে নিরুপা তংচংগ্যা(২২) নামের এক প্রসুতি মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এদিকে, রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্তৃপক্ষের দাবী চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়নি। 

 

প্রসূতির স্বজনারা জানান,রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বাসিন্দা অজিত তংচংগ্যার অন্তসত্বা স্ত্রী নিরুপা তংচংগ্যাকে সোমবার বিকেলে রাঙামাটি সদরে অবস্থিত রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রথমে স্বাভাবিকভাবে প্রসবের কথা জানালেও মঙ্গলবার সকালে প্রসূতিকে সিজার অপরেশন করে বাচ্চা প্রসব করতে পরামর্শ দেন। এক পর্যায়ে সকালের দিকে ওই প্রসূতির অপারেশন করা হয়। এতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সার্জন ডাঃ লেলিন তালুকদার এ প্রসুতির অপারেশন করান।

 

মৃত প্রসূতি নিরুপা তংচংগ্যার স্বজন  ১নং মীলছড়ি মৌজার হেডম্যান তরুন কান্তি চাকমা ও কাপ্তাই ইউপি’র ৪নং ওয়ার্ড মেম্বার রুপা তংচংগ্যা জানান, মঙ্গলবার সকালের দিকে সিজার করার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। বেশ কিছুক্ষণ পর বাইরে থেকে জোরে জোরে প্রসূতি মায়ের চিৎকার শুনতে পাওয়া যায়। এর কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক স্বজনদেরকে জানিয়ে দেন বাচ্চা সুস্থ থাকলেও মাকে বাঁচানো যায়নি। তারা চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন।

 

এদিকে, রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের  দায়িত্বরত কর্মকর্তা ডাঃ লেলিন তালুকদার চিকিৎসকের অবহেলার কারণে প্রসূতি মায়ের মৃত্যূ হওয়ার ঘটনা অস্বীকার করে বলেন, চিকিৎসকরা সব সময় চায় রোগীকে বাচাঁতে। স্বাভাবিক নিয়মেই অপারেশন করা হয়েছে। তবে সিজারের সময় এই ধরণের ঘটনা  ঘটা স্বাভাবিক। তিনি আরো জানান, প্রসূতি হৃদ রোগের আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মৃত্যূ হতে পারে বলে তার ধারনা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত