ছেলের গ্রেপ্তার সহ্য করতে না পেরে মারা গেলেন বিপুল চাকমার মা!

Published: 24 Oct 2016   Monday   

অসুস্থ মায়ের সামনে পুলিশ কর্তৃক একমাত্র ছেলের গ্রেপ্তারের যন্ত্রনা সহ্য করতে না পেরে গভীর রাতে মারা গেলেন মা !

 

এলাকাবাসীর অভিযোগ পুলিশের এমন অমানবিক আচরনের কারনে বিপুর চাকমার মা মারা গেছেন। দুই সন্তানের জননী এই হতভাগা মায়ের নাম নিরু চাকমা(৪৫)। সে পানছড়ি উপজেলা চেংগী ইউনিয়নের করল্যাছড়ি গ্রামের সাবেক মেম্বার সুনয়ন চাকমার স্ত্রী।

 

এদিকে, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপুল চাকমার গ্রেপ্তারের প্রতিবাদে পানছড়িতে সোমবার অর্ধ দিবস অবরোধ শান্তিপুর্ণভাবে পালিত হয়েছে।


উল্লেখ্য, গেল রোববার পিসিপি’র নেতা বিপুল চাকমা তার অসুস্থ মা নিরু চাকমাকে চিকিৎসা করাতে গাড়ি যোগে চট্টগ্রাম যাচ্ছিলেন। এসময় পানছড়ির থানার সামনে গাড়ি থামিয়ে অসুস্থ মায়ের সামনে পুলিশ আটক করে। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জনসভায় বাধা দেয়াসহ পানছড়ি ও খাগড়াছড়ি সদর থানায় ১৭টি মামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ দাবী করেছে। তার গ্রেফতারের প্রতিবাদে পিসিপি  গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলায় অর্ধ দিবস অবরােধের কর্মসূচির ঘোষনা দেয়। 


মৃত নিরু চাকমার স্বামী সুনয়ন চাকমা  দাবী করে বলেন, গেল রোববার সকালে বিপুল চাকমা তাঁর অসুস্থ মায়ের চিকিৎসা করাতে গাড়ি যোগে চট্টগ্রাম যাচ্ছিলেন। এসময় পানছড়ির থানার সামনে গাড়ি থামিয়ে অসুস্থ মায়ের সামনে পুলিশ তাঁকে আতক করে। ছেলে গ্রেপ্তার হওয়ার পর তার মাকে আর চট্টগ্রাম নেওয়া হয়নি। চিকিৎসার জন্য খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পানছড়ি থানা পুলিশের এমন অমানবিক আচরন সহ্য করতে না পেরে রোববার দিবাগত রাত পৌনে তিনটা সময় চিকিৎসাধীন অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিরু চাকমা মারা যান বলে তার দাবী।

 

সুনয়ন চাকমা আরো বলেন পুলিশেরও তো মা-বান, ছেলে-মেয়ে রয়েছে। তাদের কাছে কোনো মায়া-দোয়া নেই? তাই তারা অসুস্থ মায়ের সামনে থেকে একমাত্র পুত্রকে গেপ্তার করতে পেরেছে। তিনি এ মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করেছেন।


পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল জব্বার বলেন তাঁর বিরুদ্ধে ২০১৩ সালে প্রধানমন্ত্রীর জনসভায় বাধা দেয়াসহ পানছড়ি ও খাগড়াছড়ি সদর থানায় ১৭টি মামলা রয়েছে। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


এদিকে, ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপুল চাকমার গ্রেপ্তারের প্রতিবাদে পানছড়িতে সোমবার অর্ধ দিবস অবরোধ শান্তিপুর্ণভাবে পালিত হয়েছে। অবরোধ চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত