পিসিপি’র নেতা গ্রেফতারের প্রতিবাদে সোমবার পানছড়িতে অর্ধ দিবস সড়ক অবরোধ

Published: 23 Oct 2016   Sunday   

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা রোববার পুলিশ গ্রেফতার করেছে। প্রধানমন্ত্রীর জনসভায় বাধা দেয়াসহ পানছড়ি ও খাগড়াছড়ি সদর থানায় ১৭টি মামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 

 

এদিকে পিসিপি`র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা গ্রেফতারের প্রতিবাদে সোমবার পানছড়ি উপজেলায় অর্ধ দিবস সড়ক অবরোধের ডাক দিয়েছে পিসিপি পানছড়ি উপজেলা শাখা।

 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল জব্বার  জানান, বিপুল চাকমার বিরুদ্ধে ২০১৩ সালে প্রধানমন্ত্রীর জনসভায় বাধা দেয়াসহ পানছড়ি ও খাগড়াছড়ি সদর থানায় ১৭টি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং খাগড়াছড়িতে প্রেরণ করা হয়েছে।


বিপুল চাকমার পিতা সুনয়ন চাকমা বলেন সকালে বিপুল চাকমা তাঁর অসুস্থ মায়ের চিকিৎসা করাতে গাড়ি যোগে চট্টগ্রাম যাচ্ছিল। এসময় পানছড়ির থানার সামনে গাড়ি থামিয়ে অসুস্থ মায়ের সামনে পুলিশ তাঁকে আটক করে।


এদিকে, কন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে রোববার পানছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে পিসিপির ও গণতান্ত্রিক যুব ফোরাম। পানছড়ি কলেজ গেইট এলাকায় পিসিপি কার্যালয়ে সামনে প্রতিবাদ সমাবেশে অন্যান্যর বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা শাখার পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি রুপায়ন চাকমা, সাধারণ সম্পাদক মিন্টু চাকমা ও পিসিপি পানছড়ি কলেজ শাখার সাধারণ সম্পাদক সজীব চাকমা প্রমূখ।


এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পোড়াবাড়ি থেকে শুরু হয়ে পানছড়ি কলেজ গেইট এলাকায় পিসিপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

সমাবেশ নেতৃবৃন্দ পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে গ্রেপ্তারের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে অর্ধ দিবসসড়ক অবরোধের কর্মসূচি ঘোষনা দেন এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত