দীঘিনালায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

Published: 23 Oct 2016   Sunday   

সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং ভিশন : ২০২১ কে সামনে রেখে জনগণকে উদ্বুদ্ধকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে রোববার খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের বানছড়া আনন্দময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার।   অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক বেনু মারমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রণব কুমার চাকমা, সদস্য জীবন্ত বিকাশ চাকমা, সহকারি শিক্ষক জোনাকি চাকমা ও স্থানীয় মহিলা প্রতিনিধি কুয়াশা চাকমা প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন পেশার প্রায় শতাধিক মহিলা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও  সদস্যবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার  সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা ” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।  এছাড়া তিনি  আর্থ সামাজিক উন্নয়নে মহিলারাই পারেন উন্নয়নের সাফল্য আনতে এবং বাংলাদেশকে এগিয়ে নিতে। সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড বিশেষ করে নারীদের উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন, নারীদের জন্য সরকারের গৃহিত বিভিন্ন সামাজিক নিরাপত্তা বিষয়ে আলোচনা  করেন।

 

এদিকে, গেল শনিবার পাবলাখালী শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে  শতাধিক মহিলা অংশগ্রহন করেন। এতে জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার  উক্ত বিষয়ের উপর বিস্তারিত বক্তব্য রাখেন।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবলাখালী শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝীনু চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দয়াল কুমার চাকমা এবং পাবলাখালী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মুকুল কান্তি দেওয়ান প্রমূখ। সমাবেশ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক রিপু খীসা।

 

বক্তারা সবাই সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ে সকলেই একযোগে কাজ করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত