ছাত্রলীগের রাঙামাটি সরকারী কলেজ শাখার নাম ভাঙ্গিয়ে ক্যাম্পাসে অপরাধমূলক কর্মকান্ড বরদাস্ত করবে না

Published: 22 Oct 2016   Saturday   

রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয়ে কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া অপ্রিতীকর ঘটনার তদন্তকালীন সময়ে ছাত্রলীগ রাঙামাটি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার নাম ভাঙ্গিয়ে কলেজ ক্যাম্পাসে কোন অপরাধ মূলক কর্মকান্ড বরদাস্ত করবে না।


শনিবার বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সূজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা বলা হয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, গেল ২০ অক্টোবর রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয়ে কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া অপ্রিতীকর ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তকালীন সময়ে  ছাত্রলীগ রাঙামাটি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার নাম ভাঙ্গিয়ে কলেজ ক্যাম্পাসে কোন অপরাধমূলক কর্মকান্ড জেলা ছাত্রলীগ বরদাস্ত করবে না। যদি কোন নেতা-কর্মী তদন্তকালীন সময়ে কোন অপকর্মের সাথে জড়িত হয় তাদের বিরুদ্ধে জেলা ছাত্রলীগ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখা সর্বদা নিয়োজিত ও সচেষ্ট রয়েছে।


প্রেস বার্তায় রাঙামাটি সরকারী কলেজ প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে এসব অপরাধী যারা ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে বা ছাত্রলীগ নেতা কর্মীর পরিচয় ব্যবহার করে কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত হয় তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

এমনকি ছাত্রলীগ নেতা-কর্মীর বন্ধু পরিচয়ে বা নাম ব্যবহারকারী বহিরাগতদেরও বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার আহবানের পাশাপাশি শৃংখলা ভঙ্গ করতে চাইলে তাদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রেস বার্তায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত