জেএসএস নেতা সুভাষ তংচংগ্যা বাচ্চুকে গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-মিছিল

Published: 22 Oct 2016   Saturday   

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(পিসিজেএসএস) রাজস্থলী থানার সাংগঠনিক সম্পাদক সুভাষ তংচংগ্যা বাচ্চুকে গ্রেফতারের প্রতিবাদে  শনিবার রাঙামাটিতে বিক্ষোভ-মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।


সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়নে এবং পার্বত্য ভূমি কমিশনের কার্যক্রমের উদ্যোগকে বাধাগ্রস্থ করতে সুভাষ তংচংগ্যা বাচ্চুসহ জনসংহতি সমিতির নেতাকর্মীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। বক্তারা অবিলম্বে সুভাষ তংচংগ্যা বাচ্চুর নিঃশর্ত মুক্তির দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেন।


পিসিজেএসএস’র জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পিসিজেএসএস’র জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে জেএসএস’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ তংচংগ্যা।

 

বক্তব্যে রাখেন পিসিজেএসএস রাঙামাটি সদর থানা কমিটির সাধারণ সম্পাদক পদ্মলোচন চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জোনাকি চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ও যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক বিনয় সাধন চাকমা। স্মারকলিপি পাঠ করেন পিসিজেএসএস`র জেলা কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ত্রিজিনাদ চাকমা।


এর আগে একটি বিক্ষোভ-মিছিল জনসংহতি সমিতির জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বনরুপা এলাকা ঘুরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।


উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলার রাজস্থলী থানার সাংগঠনিক সম্পাদক সুভাষ তংচংগ্যা বাচ্চুকে গেল শুক্রবার বান্দরবান শহর থেকে পুলিশ গ্রেফতার করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত