কাপ্তাইয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

Published: 21 Oct 2016   Friday   

রাঙামাটি জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ণাঢ্য সংস্কৃতি চর্চা, প্রসার, উন্নয়ন ও সংরক্ষন শীর্ষক কর্মসুচির আওতায় কাপ্তাই উপজেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসুচীর উদ্ধোধন করেন রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, রাংগামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রুনেল চাকমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন,ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল অফিসার সবিত চাকমা, বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য সাংবাদিক ঝুলন দত্ত,  সদস্য ফনিন্দ্র লাল ত্রিপুরা, নাট্য পরিচালক আনিছুর রহমান, শিল্পকলার নাট্য সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুব নেতা এস এম ফরিদ প্রমুখ।

 

অনুষ্ঠানে বেতার শিল্পী মুন চাকমার সঞ্চালনায় সুরেশ ত্রিপুরার সংগীত পরিচালনায় এবং হুমায়ন আহমদ, সংগীতা দত্ত এ সুফলা তংচংগ্যার নৃত্য পরিচালনায় ঐতিহ্যবাহী চাকমা সম্প্রদায়ের বিজু নৃত্য, মার্মা সম্প্রদায়ের ছাতা নৃত্য, পুষ্প নৃত্য, তংচংগ্যা নৃত্য এবং বিভিন্ন সম্প্রদায়ের গান পরিবেশিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত