রাঙামাটির মৈত্রী বিহারে ২৮তম কঠিন চীবর দান সম্পন্ন

Published: 21 Oct 2016   Friday   

শুক্রবার রাঙামাটির মৈত্রী বিহারের ২৮ তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।

 

শহরের কাঠালতলীস্থ মৈত্রী বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন সংঘরামবৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাস্থবির। ধর্মদেশনা দেন পার্বত্য ভিক্ষু-সংঘের সাধারন সম্পাদক শ্রীমৎ শুভদর্শী ভিক্ষু, রাঙামাটি চাকমা রাজ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শীলপাল মহাথেরো, ত্রিপিটক বিশারদ পঞঞ দ্বীপা মহাস্থবির।

 

দেশ ও বিশ্বের শান্তি এবং সকল প্রাণীর মঙ্গল কামনা করে প্রার্থনা  দেন শ্রীমৎ শীলানন্দ মহাস্থবির। স্বাগত বক্তব্যে রাখেন মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতি দেবী প্রসাদ দেওয়ান। পঞ্চশীল প্রার্থনা করেন পূর্নেন্দু বিকাশ চাকমা।

 

অনুষ্ঠানে উদ্ধোধনী সংগীত পরিবেশন করেন প্রিয়া বড়–য়া। এ পূর্নানুষ্ঠানে বৌদ্ধ ধর্মালম্বীর কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।

 

এর আগে সকালের দিকে  বুদ্ধ  পূজা, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দান,ভিক্ষু সংঘের পিন্ডদানসহ নানাবিদ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত