বরকলে ভারতীয় মদ ও দেশীয় চোলাই মদসহ ৪জন আটক

Published: 21 Oct 2016   Friday   

বরকল উপজেলা সদর ২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জোনের টহল দল ও সুবলং সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তল্লাসী চালিয়ে বৃহষ্পতিবার পৃথক পৃথক ভাবে দুটি দেশীয় ইঞ্জিন চালিত ট্রলার বোট থেকে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং ১০ বোটল দেশীয় চোলাই মদসহ ৪জনকে আটক করেছে।

 

বিজিবি ও পুলিশ জানায়, বৃহষ্পতিবার সকালে সীমান্তবর্তী ছোট হরিণা থেকে রাঙামাটিগামী একটি ট্রলার বোট উপজেলা সদর জোন ঘাটে থাকা অবস্থায় বিজিবি জোনের টহল দল তল্লাসী চালিয়ে বোটের নিচ থেকে  ২৭ বোতল ভারতীয় মদ(অফিসার চয়েস) মালিক বিহীন অবস্থায় উদ্ধার করে।

 

পরে বিকালে রাঙামাটি হয়ে জুরাছড়িগামী একটি ট্রলার বোট সুবলং সেনাবাহিনীর সাব জোনের ঘাটে পৌছলে সেনাবাহিনী ও পুলিশ তল্লাসী চালায়। এতে ১০ বোতল দেশীয় চোলাই মদসহ চার জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

 

আটককৃতরা হলেন-,রাঙামাটির কল্যাণপুর এলাকার বাসিন্দা মৃত অমলেন্দু চাকমার পুত্র তাপস চাকমা (২৭) জুরাইছড়ি শিলছড়ি এলাকার বাসিন্দা দুঙু বাপ চাকমার পুত্র বাবুল চাকমা (৩৩) জুরাছড়ির ঘিলাতুলির বাসিন্দা লক্ষীন্দ্র লাল চাকমার পুত্র জ্যোতি রায় চাকমা (৫২) ও জুরাছড়ির চটপটি ঘাট এলাকার বাসিন্দা মৃত শান্তি আসামের পুত্র বিজয় আসাম (৪৫)।

 

 বরকল মডেল থানার এসআই জীবন রায় চৌধুরী ভারতীয় মদ ও দেশীয় চোলাই মদসহ ৪জনকে আটক করার বিষয়টি স্বীকার করে জানান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত