বাঘাইছড়ির দুরছড়ি বাজারে ৩শ দোকান ও বসতঘর পুড়ে ছাইঃ আহত-২

Published: 20 Oct 2016   Thursday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজোলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ৩শ  দোকান ও বসতঘর সম্পুর্ণ ভস্মিভূত হয়েছে।  এর মধ্যে ২১৯টি  দোকানঘর ও ৮১টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এসময় আহত অবস্থায় ২জনকে উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বাজারের একটি লেপ তোষকের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। এসময় আগুন বাজারের চারপাশে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ২১৯টি  দোকানঘর ও ৮১টি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে লংগদু উপজেলার মাইনী সেনাজোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আব্দুল আলিমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে থাকে। পরে খাগড়াছড়ি জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ খবর দিলে সেখান থেকে একটি ইউনিট চলে আসে পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগনের সহযোগিতায় ৩ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে দুরছড়ি বাজার আগুনে পুড়ে বিরান ভূমি হয়ে গেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় দুজন আহত হন। এর মধ্যে শিখা সাহা(৫৫) নামের একজনের নাম জানা  গেলেও অপর  আহতের নাম জানা যায়নি। তাদের আহত অবস্থায় বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

 

স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকান্ডে মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশী হয়েছে। তাদের মতে, ৩০ থেকে ৫০ কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারনা।

 

এদিকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থদের সাহাযার্থে ছুটে যান এবং অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি স্থান পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্থদের জেলা পরিষদ হতে নগদ ৩লক্ষ টাকা ও ৩টন খাদ্য শস্য সাহায্যে প্রদানের আশ্বাস প্রদান করেন।


খেদারমারা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অমলেন্দু বিকাশ চাকমা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১শত কোটি টাকা বলে ধারনা করা হচ্ছে।

 

বাঘাইছড়ি উপজেলার খেদামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা জানান, বেলা ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বাজারে লেপ তোষকের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

 

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোঃ শহীদুল্লাহ জানান, স্থানীয়  লোকজনের সহায়তায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি  প্রায় দুঘন্টা  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকান্ডের ঘটনায়  ৩শ দোকান ও বসতঘর ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে দুজন আহত হয়েছেন। তবে তিনি ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

 

লংগদুর মাইনী সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আব্দুল আলিম জানান, স্থানীয় লোকজনের ঐক্যবদ্ধ সহযোগিতার কারণে দূরছড়ি বাজারে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ কোটি টাকা বলে ধারনা করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত