লামায় র‌্যাবের অভিযানে ৭৮হাজার লিটার মদসহ সরঞ্জাম উদ্ধার

Published: 19 Oct 2016   Wednesday   

বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের হেডম্যান পাড়ায় মদের ড্যারাতে বুধরার র‌্যার-৭ অভিযান চালিয়ে ৭৮ হাজার লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ করে ধ্বংস করেছে।

 

জানা যায়,  বান্দরবান জেলা প্রশাসনের নির্বার্হী  ম্যাাজিষ্ট্রেট চৈতী সর্ব বিদ্যা ও র‌্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার এ.এস.পি সারাফাত ইসলামের নেত্বতে বুধরার সকাল ১০ টায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেডম্যান পাড়য়  মদ উৎপাদনকারীদের ঘর থেকে ৭৮ হাজার লিটার দেশিয় চোলাই মদ সহ মদ তৈরির সরঞ্জাম জব্দ করে। পরে মদ ও সরঞ্জাম গুলো নিবার্হী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। তবে এ সময় মদ উৎপাদনকারীরা অভিযান টের পেয়ে পালিয়ে যায়।

 

র‌্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার এ.এস .পি সারাফাত ইসলাম জানান,বান্দরবানের  লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের হেডম্যান পাড়ায় বানিজ্যিক উদ্দ্যেশে মদ তৈরীর কারখানা গড়ে  চট্টগ্রাম ও কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় এ চোলাই মদ পাচার করে আসছিল।

 

এ সংবাদের ভিত্তিতে  বান্দরবান জেলা প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করে ৭৮ হাজার লিটার দেশিয় চোলাই মদ সহ মদ তৈরির সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত