ফেইসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অপরাধে রাঙামাটি জেলা পরিষদের এক অফিস সহকারীকে গ্রেফতার

Published: 14 Oct 2016   Friday   

বাংলাদেশের প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি যুগল বিকৃত ছবি ফেইসবুকে শেয়ার করার অপরাধে শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অফিস সহকারী আহম্মদ উল্ল্যাহ-কে আটক করেছে পুলিশ।

 

পুলিশ জানায়,  গেল বৃহস্পতিবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি যুগল বিকৃত ছবি  সামাজিক  যোগাযোগ মাধ্যম ফেইসবুকের নিজের একাউন্টের টাইমলাইনে শেয়ার করেন রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদের অফিস সহকারী আহম্মদ উল্ল্যাহ। এতে শেয়ার করা স্ট্যাটাস নিয়ের ফেইসবুকে তীব্র প্রতিবাদ জানায় ছাত্রলীগ,যুবলীগ নেতাসহ অন্যান্যরা।  এরই প্রতিবাদে শুক্রবার স্থানীয় যুবলীগ নেতা ঝিনুক ত্রিপুরা বাদী হয়ে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে রাঙামাটি কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯(১৪/০৯/২০১৬)।

 

যুবলীগ নেতা ঝিনুক ত্রিপুরা মামলা দায়ের পর পুলিশ শহরের রিজার্ভ বাজারের সরকারী মহিলা কলেজ এলাকার নিজ বাস ভবন  থেকে জেলা পরিষদের অফিস সহকারী আহম্মদ উল্ল্যাহ-কে আটক করে।

 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি যুগল বিকৃত ছবি ফেইসবুকে  প্রচারের অপরাধে জেলা পরিষদের অফিস সহকারী আহম্মদ উল্ল্যাহ-কে আটক করেছে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত