সাজেকে পর্যটকবাহী জীপ উল্টে নিহত ১ঃ আহত ১৩

Published: 14 Oct 2016   Friday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী জীপ উল্টে গিয়ে ১ জন নিহত ও কমপক্ষে ১৩ জন আহত হয়েছে।  নিহতের নাম  টিটু মিয়া(৩৫)। শুক্রবার এ ঘটনা ঘটেছে।

 

জানা যায়, শুক্রবার খাগড়াছড়ি  জেলা সদর  থেকে ভাড়ায় চালিত একটি জীপ একদল পর্যটক বাঘাইছড়ি উপজেলার সাজেকের পর্যটন স্পট রুইলুই এলাকায় বেড়াতে যান। পরে  সেখান  থেকে ফেরত আসার সময় রুইলুই পাহাড়  দিয়ে  গাড়ী নামার পথে দাড়ি পাড়া এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারালে জীপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে টিটু মিয়া নামের একজন নিহত হন এবং কমপক্ষে ১৩জন আহত হন। পরে স্থানীয় সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে  পাঠিয়েছে।

 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহত ব্যক্তি ও আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত