রাঙামাটিতে ভবন ধসের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Published: 10 Oct 2016   Monday   

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ সরকারী মহিলা কলেজ এলাকায় দ্বিতল ভবন ধসে তিন শিশুসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে সোমবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

 

ন্যাশনাল চ্রিলড্রেন ট্রান্সফোর্স (এনসিটিএফ) উদ্যোগে রাঙামাটি প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে এনসিটিএফ রাঙামাটি সভাপতি ছালেহ আহমদ এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প এর উপদেষ্টা আব্দুল জাব্বার সুজন।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু সংগঠক অর্চনা চাকমা, রাঙামাটি মডেল কেজি স্কুলের অধ্যক্ষ এবিএম তোফায়েল আহমদ, ইয়ুথ এর পরিচালক (নিয়ন্ত্রণ) মো. ফজলুল ইসলাম, রোটার‌্যাক্ট ক্লাবের সাধারন সম্পাদক মো. ইসহাক তালুকদার প্রমুখ। মানববন্ধনে শিশুদের পাশাপাশি স্থাণীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ অংশ নেন।


বক্তারা কাপ্তাই হ্রদের পাড়ে অপরিকল্পিতভাবে ও অনুমোদনহীন দোতলা ভবন নির্মানের কারণে ভবন ধসে তিন শিশুসহ পাঁচজন নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত