কাচালং ও সীতা পাহাড়ে তেল-গ্যাস উত্তোলনের ফলে এলাকায় প্রাকৃতিক বিপর্যয় বাড়বে-সন্তু লারমা

Published: 10 Oct 2016   Monday   

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং ও কাপ্তাই উপজেলার সীতা পাহাড় এলাকায় তেল-গ্যাস উত্তোলন করা হলে এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের আশংকা প্রকাশ করেছেন।

 

তিনি বলেন, এ তেল-গ্যাস উত্তোলনের প্রক্রিয়া শুরু করা হলে হাজার হাজার পরিবার উদ্ভাস্তুতে পরিণত হবে। পাহাড়ের ভুমি বিরোধকে আরো জটিল করে তুলবে। তাই পার্বত্য চট্টগ্রামের বাস্তব পরিস্থিতিতে  এ অঞ্চলে তেল-গ্যাস উত্তোলনে কার্যক্রম কতটুকু এ বাস্তব পরিস্থিতি রয়েছে তা ভেবে দেখার বিষয় রয়েছে। 

 

সোমবার রাঙামাটির কাচালং ও সীতা পাহাড় এলাকায় তেল গ্যাস উত্তোলন বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)। এসময় অন্যান্যর মধ্যে এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার, চাকমা সার্কেলের প্রতিনিধি কুমার নন্দিত রায়, পার্বত্য আঞ্চলিক পরিষদ হাজী কামাল উদ্দীন, নূরুল আলম,পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, বিএনপি`র নেতা দীপেন দেওয়ান, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন,বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা মঙ্গল কুমার চাকমা, শিক্ষাবিদ মংসানু চৌধুরী, নূরুল আবছার, বিজয় কেতন চাকমা, জেলা পরিষদের সাবেক সদস্য রুবায়েত আক্তার, আব্বাস উদ্দীন,হারুন মাতব্বর প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার নেতারা উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় বক্তারা বলেন, কাচালং ও সীতা পাহাড় এলাকায় তেল গ্যাস উত্তোলনের মাধ্যমে এই এলাকার ক্ষতিগ্রস্থ মানুষরা কিভাবে উপকৃত হবে? তাদের স্বার্থ কি হবে? তাদের সঠিকভাবে পুর্নবাসন করা হবে কিনা? কোথায় পুনর্বাসন করা হবে? ভুমি বিরোধ কি পর্যায়ে গিয়ে দাড়াবে? এখানকার জীব বৈচিত্র্য ও বনভুমি কি পরিমাণ ক্ষতি হবে এই নিয়ে সরকারকে ভাবতে হবে।

 

বক্তারা পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্ষন্ত পার্বত্যাঞ্চলের কাসলং ও সীতা পাহাড়ের ভূমিতে তেল-গ্যাস উত্তোলনের স্থগিতের দাবী জানান।

 

উল্লেখ্য, পার্বত্যাঞ্চলের কাসলং ৯৭২ দশমিক ৭১ বর্গ কিলোমিটিার এবং সীতা পাহাড়ে ৬৭৩ দশমিক ২৩ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তেল-গ্যাস উত্তোলনের জন্য বাপেক্স-এর সাথে বিদেশী কোম্পানীর খসড়া যৌথ সহযোগিতা চুক্তি সম্পাদনের বিষয়ে পার্বত্য মন্ত্রনালয় থেকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মতামত চাওয়া হয়। এরই প্রেক্ষিতে মতামত পাঠানোর আগে স্থানীয় সুশীল সমাজসহ গণ্যমান্যদের সাথে মতবিনিময় সভার আয়েজন করে আঞ্চলিক পরিষদ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত