সংসদে পার্বত্য ভূমি কমিশন আইনের সংশোধনী পাশের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

Published: 08 Oct 2016   Saturday   
no

no

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী ২০১৬-এর জাতীয় সংসদে পাশের প্রতিবাদে এবং সংশোধিত আইন বাতিলের দাবীতে শুক্রবার খাগড়াছড়িতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের দুটি গ্রুপ।

 

সকাল সাড়ে দশটার দিকে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সমাবেশ করে। বক্তব্য রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আসাদ উল্ল্যাহ্ ও জেলা কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম মাসুদ।

 

অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে একই দাবীতে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক এস.এম মাসুম রানার নেতৃত্বে পৃথক একটি মিছিল বের করা হয়। মিছিলটি শাপলা চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। পরে সেখানেই সমাবেশ করা হয়। 

 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন।

 

পৃথক দুটি সমাবেশ থেকে বক্তারা সংশোধিত ভূমি কমিশন আইন বাতিলের দাবী জানান। অন্যথায় হরতাল ও অবরোধ কর্মসূচী ঘোষণার হুমকি দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত